ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অক্ষর প্যাটেলের অনন্য কীর্তি

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ নভেম্বর ২০২১

অক্ষর প্যাটেলের অনন্য কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের ৩৪৫ রানের জবাবে বিনা উইকেটে ১৫১ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। মনে হচ্ছিল প্রথম ইনিংসে লিড পেয়ে যাবে কিউইরা। কিন্তু অক্ষর প্যাটেলের ঘূর্ণিবিষে নীল সফরকারীরা অলআউট ২৯৬ রানে। প্রথম ভারতীয় এবং ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে অভিষেকের পর প্রথম চার টেস্টেই ইনিংসে ৫টি করে উইকেট শিকারের বিরল কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী বাঁ-হাতি অফস্পিনার। ফলে কানপুর টেস্টের নিয়ন্ত্রণ পেয়ে গেছে অজিঙ্কা রাহানের দল। শনিবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৪ রান করা ভারতের সর্বোপরি লিড ৬৩ রানের। ১ রান করে আউট হয়েছেন শুভমান গিল। মায়াঙ্ক আগারওয়াল ৪ এবং চেতেশ^র পুজারা ৯ রান নিয়ে ক্রিজে আছেন। বিনা উইকেটে ১২৯ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড আরও ৮৫ ওভার খেললেও ১২৯ রানের বেশি যোগ করতে পারেনি। টম লাথাম সর্বোচ্চ ৯৫, আরেক ওপেনার উইলি ইয়াং ৮৯ রান করে আউট হন। অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরেন ১৮ রান করে। শেষ দিকে কাইল জেমিসন করেন ২৩ রান। রবিচন্দ্রন আশি^নের শিকার ৩ উইকেট। আর ৩৪ ওভারে ৬২ রান দিয়ে ৫ উইকেট নেন অক্ষর প্যাাটেল। ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্টের সপ্তম ইনিংসে এটি তার পঞ্চম বারের মতো ৫ উইকেট শিকার! অক্ষরের আগে ১৮৮৭-১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার চার্লি টার্নার এবং ১৮৯৩-১৮৯৫ মৌসুমে ইংল্যান্ডের টম রিচার্ডসন অভিষেকের পর টানা পাঁচ বার ৫টি করে উইকেট নিয়েছিলেন। অবশ্য ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ান পেসার রডনি হগ নিজের তৃতীয় টেস্টে ছয় নম্বরের ইনিংসেই পাঁচ বার ৫ উইকেট নিয়েছিলেন। ফলে সবচেয়ে কম ইনিংসে পাঁচ বার ৫ উইকেট নেয়ার রেকর্ডটা তারই দখলে। চার্লি এবং রিচার্ডসনের পর সাত ইনিংসে এ কীর্তি গড়লেন অক্ষর। ১২৭ বছর পর এমন অবিশ^াস্য বোলিং দেখল বিশ^ ক্রিকেট। দিনশেষে প্রতিক্রিয়ায় অক্ষর বলেন, এটা স্বপ্নের মতো।
×