ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত: ১৪:১০, ২৭ নভেম্বর ২০২১

কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দিন যতই যাচ্ছে কুড়িগ্রাম ও তার আশে পাশে এলাকার শীতের তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে।প্রতিদিন নামছে তাপমাত্রার পারদ। ব্যবধান হচ্ছে দিন ও রাতের তাপমাত্রার অনুপাত। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে এ অঞ্চল। দিনে ঠান্ডার তীব্রতা না থাকলেও সন্ধ্যার পর পর ঠান্ডার তীব্রতা আরও বাড়তে থাকে। রাত যতই গভীর হয় ঠান্ডা আরও তীব্রতা বাড়ে। আজ শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। জেলায় গড় আদ্রতা শতকরা ৭৫ ভাগ।শীত পড়ায় দিনমজুর ছিন্নমুল ও নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ কষ্টে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর রিকসা ভ্যান সহ বিভিন্ন যান বাহন চালকরা ঘর থেকে বের হতে চায় না। কুড়িগ্রাম আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে দিন যতই যাবে কুড়িগ্রাম ও তার আশে পাশের তাপমাত্র আরও কমতে থাকবে। ডিসেম্বর এর প্রথম সপ্তাহে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
×