ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রীর জবানবন্দি

প্রকাশিত: ১৮:২১, ২৪ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রীর জবানবন্দি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলারা মামুনুল হকে বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদি কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে আসামী মামুনুল হকে উপস্থিতিতে আদালতে জবানবন্দি প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতর দমন ট্রাইবুনালের রাস্ট্রপক্ষের আইনজীবি (পিপি) রাকিবুদ্দিন। ঝর্ণার জবানবন্দি(স্বাক্ষ্য) শেষে আসামী পক্ষের আইনজীবিরা তাকে জেরা করেছেন। মামুনুল হকের আইনজীবীদের করা বিভিন্ন প্রশ্নের জবার দেন জান্নাত আরা ঝর্ণা। এর আগে সকাল ৯ টার কঠোর নিারাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। এসময় মামুনুল হকের অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেয়। মামুনুলকে আদালত তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পরে স্বাক্ষ্য প্রদান শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিকেল সাড়ে তিনটার দিকে দ্রুত তাকে নিয়ে কাশিমপুর কারাগারের উদ্দ্যোশে রওনা হয়। উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়্যাল রির্সোটে স্ত্রী পরিচয় দিয়ে জান্নাত আরা ঝর্ণাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে হোটেল কক্ষে তাদের দুজনকে আটক করে। পরে হেফাজতে ইসলামের নেতাকর্র্মীরা রাত আটটার দিকে রির্সোটে নির্বিচারে হামলা চালিয়ে ভাংচুর করে মামুনুল হক ও জান্নাত আরা ঝর্ণাকে তুলে নিয়ে যায়। ৩০ এপ্রিল ঝর্ণা সোনারগাঁ থানায় বাদি হয়ে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ্ওই মামলায় তিনি উল্লেখ করেন গত দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।
×