ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় জলদস্যুর হামলায় আহত ৭ জেলেকে উদ্ধার

প্রকাশিত: ১৩:৫৮, ২৪ নভেম্বর ২০২১

কুয়াকাটায় জলদস্যুর হামলায় আহত ৭ জেলেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ সাগরে জলদস্যুর হামলা মারধরে আাহত ৭ জেলেকে কুয়াকাটা নৌ-পুলিশ উদ্ধার করেছে। আজ বুধবার সকাল দশটায় এদের সাগর থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরা হচ্ছেন বরগুনার হাড়িটানার নেছার খান (৪০), তাফালবাড়িয়ার কামাল আকন (৩৫), জামাল (৩২), পিরোজপুরের গোলবাতির হেলাল ফকির (২১), চরখালীর জাহাঙ্গীর হোসেন (৪৫), বাগের হাটের রাজাপুরের লোকমান খান (৬২) ও নলবুনিয়ার জাকির খান (৩৮)। আজ বুধবার দুপুরে একটি মাছ ধরার ট্রলার থেকে এদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জেলেকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব জেলেদের জলদস্যুরা মারধর করে অপর ট্রলারে তুলে দেয়। মঙ্গলবার রাতে জেলেরা জলদস্যুর হামলা মারধরের শিকার হয়েছে। পরে জেলেরাও ডাকাত সন্দেহে আারও একদফা মারধর করে। খবর পেয়ে কুয়াকাটা নৌ- পুলিশ ফাড়ির গিয়ে উদ্ধার করেন। পুলিশ সদস্যরা জানান, এসব জেলেদের ডাকাত সন্দেহে কতিপয় জেলেরা গণধোলাই দেয়। বর্তমানে এ সব জেলেরা কুয়াকাটা নৌ- পুলিশ হেফাজতে আছেন।
×