ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিআরইউ ফুটবলে জনকণ্ঠের লড়াকু হার

প্রকাশিত: ১৯:০২, ২২ নভেম্বর ২০২১

ডিআরইউ ফুটবলে জনকণ্ঠের লড়াকু হার

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে লড়াকু হারে বিদায় নিয়েছে দৈনিক জনকণ্ঠ। আজ সোমবার ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে প্রথম আলোর কাছে হেরে যায় (ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রিয়াদুল করিম)। পুরো ম্যাচে আক্রমণাত্নক ও ভাল খেলেও দুভার্গ্যবশত কাংখিত গোলের সন্ধান পায়নি জনকণ্ঠ ফুটবল দল! বরং তাদের রক্ষণভাগের ভুলে জোড়া গোল হজম করতে হয়। পরাজিত হলেও জনকণ্ঠ দলের খেলা সবার প্রশংসা কুড়ায়। জনকণ্ঠ দলে গোলরক্ষক হিসেবে খেলেন তপন বিশ্বাস। রক্ষণভাগে খেলেন ফজলুর রহমান, রহিম শেখ এবং অপূর্ব কুমার পিকে। মধ্যমাঠে খেলেন অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল। আক্রমণভাগে খেলেন অধিনায়ক রুমেল খান এবং জাহিদুল আলম জয়। জনকণ্ঠ ফুটবল দলের অন্য দুই খেলোয়াড় ছিলেন মোঃ মামুন-উর-রশীদ এবং নিয়াজ আহমেদ লাবু। দলের কোচ ছিলেন মজিবুর রহমান। ম্যানেজারের দায়িত্বে ছিলেন কাওসার রহমান। অন্যান্য ম্যাচে জয় পেয়েছে বৈশাখী টিভি, ৭১ টিভি, এটিএন নিউজ, ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও আমাদের সময়। বৈশাখী টিভি টাইব্রেকারে কালের কন্ঠকে (ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের আশিক মাহমুদ), ৭১ টিভি ২-১ গোলে খোলা কাগজকে (ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের রাশেদ আহমেদ), ঢাকা পোস্ট ১-০ গোলে ভোরের কাগজকে (ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের আবুল হাসনাত শাহীন), ইনকিলাব ৫-০ গোলে সমকালকে (ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের মাইনুল হাসান সোহেল), বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে বাংলাদেশ পোস্টকে, ডেইলি সান ১-০ গোলে ঢাকা টাইমসকে (ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের শওকত আলী খান লিথো) এবং আমাদের সময় ১-০ গোলে সংগ্রামকে হারায় (ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের নজরুল ইসলাম)। এটিএন নিউজ আমাদের অর্থনীতির বিপক্ষে এবং আজকের পত্রিকা ইত্তেফাকের বিপক্ষে ওয়াক ওভার পায়।
×