ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী লিটনকে বহিষ্কার

প্রকাশিত: ১২:১০, ২৪ অক্টোবর ২০২১

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী লিটনকে বহিষ্কার

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ আসন্ন ০২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে। শনিবার (২৩ অক্টোবর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ অনুচ্ছেদ অনুযায়ী তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৩ অক্টোবর) জেলা আওয়ামীলীগের জরুরি সভায় বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। দলের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়ম পরিপন্থি কাজে অংশ নিয়ে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করায় এই সীধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের কোন নেতাকর্মী নির্বাচনে মোবাইলফোন প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনকে সহযোগিতা করলে বা তার নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল জানান, দলীয় সীধান্ত না মেনে নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সামিউল হক লিটনকে বহিষ্কার করা হয়েছে। নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মানতে নারাজ জেলা যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী সামিউল হক লিটন। তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। এদিকে, শনিবার (২৩ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেন, দলীয় সীধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় সামিউল হক লিটন এখন থেকে আওয়ামী লীগের কেউ না। উল্লেখ্য, আসন্ন ০২ নবেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন- নৌকা প্রতীকে জেলা আওয়ামীলীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইলফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল।
×