ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২০:৩৭, ২৩ অক্টোবর ২০২১

শেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ রাসেল জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শনিবার ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে। বিকেএসপি ১৮ স্বর্ণ, ১১ রৌপ্য এবং ১ ব্রোঞ্জপদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ১০ স্বর্ণ, ৫ রৌপ্য এবং ৮ ব্রোঞ্জ নিয়ে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা দ্বিতীয় ও ৩ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ১ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ৪টি নতুন জাতীয় রেকর্ড হয়। এবারের প্রতিযোগিতায় ৪৯ সংস্থার ৫১০ এ্যাথলেট অংশ নেয়, তার মধ্যে ৩৮২ এ্যাথলেট মানদণ্ডে টিকেছে, যা বিগত সব বছরের মানদন্ডের রেকর্ড অতিক্রম করেছে। প্রধান অতিথি হিসেবে আসরের সমাপনী ঘোষনা করেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রকিব (মন্টু)।
×