ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাবিতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১৯:৫৪, ২১ অক্টোবর ২০২১

জাবিতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

জাবি সংবাদদাতা ॥ মহামারি করোনা উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শিক্ষা কার্যক্রম আজ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটে আজ শিক্ষক-শিক্ষার্থীগণ সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেছেন। সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস করতে ক্যাম্পাসে আসছেন। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিভাগের প্রবেশ পথে ছিলো শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা। লাল গোলাপ আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে অনেক বিভাগ। দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীরা মুখে মাস্ক পরিধান এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রো-উপাচার্য ড. মো. নূরুল আলম বলেন, ভালো থাকার জন্য স্বাস্থ্য সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
×