ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে শিলখালীতে পাহাড় নিধন চলছে

প্রকাশিত: ১৬:০৫, ১৩ অক্টোবর ২০২১

টেকনাফে শিলখালীতে পাহাড় নিধন চলছে

সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীতে অবৈধভাবে পাহাড় নিধন চলছে। পাহাড় কর্তনে শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গাদের। কতিপয় অসৎ বনকর্মীর গোপনে সযযোগিতায় এক শ্রেণীর অসাধু চক্রের দাপটে প্রতিবাদ করতে পারছেন না স্থানীয়রা। গত এক সপ্তাহ ধরে উত্তর শিলখালীর বাসিন্দা জনৈক নুরনবীর নেতৃত্বে প্রায় কয়েক বিঘা সরকারী উঁচু পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহারছড়া শিলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই পাহাড়ে অফন্তত ৩০ জন রোহিঙ্গা শ্রমিক পাহাড় কাটছে। শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, রোহিঙ্গা শ্রমিক দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাহাড় কাটার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাহাড় নিধন তথা পাহাড়ে কোন ধরণের স্থাপনা তৈরি করতে দেয়া হবে না। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে বন আইনে মামলা হবে বলে জানান তিনি।
×