ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একমাত্র টেস্টের প্রথম দিনে বিপর্যয়ে বাংলাদেশ যুবারা

প্রকাশিত: ০০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২১

একমাত্র টেস্টের প্রথম দিনে বিপর্যয়ে বাংলাদেশ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ আনুর্ধ-১৯ দলের একমাত্র টেস্ট। ৪ দিনের এই ম্যাচের প্রথম দিনে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে দিনশেষে ২ উইকেটে ৪০ রান নিয়ে মাঠ ছেড়েছে আফগান যুবারা। তাই প্রথম দিন শেষে বাংলাদেশের যুবারা এগিয়ে আছে ১২২ রানে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতিখার হোসেন। তাদের ৪৬ রানের জুটি ভাঙ্গার পর দ্রæত আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ইফতিখার ৯০ বলে ২ চারে ৩৭ ও প্রান্তিক ২০ রান করেন। চতুর্থ উইকেটে অধিনায়ক আইচ মোল্লা ও মেহেরব হাসান ৪৪ এবং পঞ্চম উইকেটে আইচ ও তাহজিবুল ইসলাম ২৮ রান যোগ করেন। তবে আইচ ৯৫ বলে ৪ চারে ৩৯ ও মেহেরব ৪৩ বলে ২ চার, ১ ছক্কায় ২৮ রানে বিদায় নেয়ার পর ধস নামে। মাত্র ১৭ রানেই শেষ ৬ উইকেট হারিয়ে মাত্র ১৬২-তে গুটিয়ে যায় বাংলাদেশ।
×