ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুলতানা হাসেমের বিরুদ্ধে দুদকের চার্জশীট

প্রকাশিত: ২৩:২৩, ২১ সেপ্টেম্বর ২০২১

সুলতানা হাসেমের বিরুদ্ধে দুদকের চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পারটেক্স গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রয়াত এম এ হাসেমের স্ত্রী মিসেস সুলতানা হাসেমের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ শফি উল্লাহ বিশেষ জজ আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করেন। দুদকের সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায় মিসেস সুলতানা হাসেম পারটেক্স গ্রæপের পরিচালক। তিনি ১৯৮৫-৮৬ করবর্ষ থেকে আয়কর দিয়ে আসছেন। তদন্তকালে মিসেস সুলতানা হাসেমের নামে ২ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৩৮০ টাকার স্থাবর সম্পদ ও ১৪ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৮২৮ টাকার অস্থাবর সম্পদসহ ১৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ২০৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে অবৈধভাবে উপার্জিত অর্থকেই আয়কর অধ্যাদেশের ও আইনের সুযোগ নিয়ে বৈধ আয়কর নথি অনুযায়ী মিসেস সুলতানা হাসেমের মোট আয় ১২ কোটি ৪ লাখ ৮৮ হাজার ৪৫০ টাকা এবং মোট ব্যয় ৩৬ লাখ ৬৫ হাজার ৯৪১ টাকা দেখানো হয়েছে বলে চার্জশীটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। যেখানে ব্যয় বাদ দিলে মোট সঞ্চয় ১১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৫০৯ টাকা পাওয়া যায়। কিন্তু তদন্তকালে তার ১৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার ২০৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। ফলে দুদকের তদন্তে মিসেস সুলতানা হাসেমের ৫ কোটি ৭ লাখ ১ হাজার ৬৯৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাই অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন তদন্তকালে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশীট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।
×