ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১১ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি

প্রকাশিত: ২৩:১১, ২১ সেপ্টেম্বর ২০২১

১১ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি

বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক মেরি শেলির ক্ল্যাসিক উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর প্রথম মুদ্রণের একটি কপি ১১ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নিলাম সংস্থা ক্রিস্টি এই বই নিলামে তোলে। ১৮১৮ সালে ছাপা হওয়া এই বইয়ে সেই আমলের প্রকাশনা সংস্থার সিলমোহর দেয়া আছে। তবে বইটির দাম এত হতে পারে ক্রিস্টি কর্তৃপক্ষ প্রথমে ধারণা করেনি। বইটির ক্রেতার নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি নিলামকারী প্রতিষ্ঠানটি। কোন নারী লেখকের লেখা কোন বইয়ের এটিই সর্বোচ্চ দাম বলে এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ১৯৮৫ সালে বইটি প্রথম নিলামে তোলা হয়েছিল। ক্ল্যাসিক সাহিত্যকর্মটিতে এমন একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যিনি নিরলস গবেষণার মাধ্যমে একটি বিশেষ ধরনের বিজ্ঞান আয়ত্ত করেন। যার মাধ্যমে মৃত ব্যক্তির মধ্যে প্রাণসঞ্চার করা সম্ভব। সে তার এই পরীক্ষাটি এক মৃত ব্যক্তির ওপর করলে মৃত ব্যক্তি ঠিকই বেঁচে ওঠে, কিন্তু পরিণত হয় এক ভয়ঙ্কর দানবে। প্রচণ্ড শক্তিশালী এই দানবটি দেখতে অত্যন্ত কদাকার ও বিদঘুটে। গবেষক ভয় পেয়ে এই দানবের প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করেন। এরপর দানবটি হিংস্র হয়ে ওই গবেষকের প্রতি প্রতিশোধ গ্রহণের সংকল্প করে। সে বনে গিয়ে আশ্রয় নেয়। গবেষকের সহকারী ড. নীল ও একজন আয়াকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নিতে শুরু করে দানবটি। এরপর শ’ শ’ লোককে হত্যা করে ওই দানব। এভাবে গল্প এগিয়ে যায়। -ইউপিআই অবলম্বনে।
×