ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইবিতে মীর মশাররফ হোসেন ভবন সম্প্রসারণে ধীরগতি

প্রকাশিত: ২২:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

ইবিতে মীর মশাররফ হোসেন ভবন সম্প্রসারণে ধীরগতি

ইবি সংবাদদাতা ॥ মেগাপ্রকল্পের অংশ হিসেবে ইসলামী বিশ্বাবিদ্যালয়ের (ইবি) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজ চলছে। নির্মাণকাজের কার্যাদেশ শেষ পর্যায়ে এসেও সম্পন্ন হয়েছে মাত্র ৫৫ শতাংশ। বাকি কাজ সম্পন্ন করতে ঠিকাদার আরও সময় বৃদ্ধির আবেদন করেছেন। কাজের এই ধীরগতির জন্য ঠিকাদারের অবহেলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের কাজের অংশ হিসেবে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ শুরু হয়। ভবনের চতুর্থ তলার সম্প্রসারণ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী কন্সট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল ৫ কোটি ৯ লাখ টাকা। ২০১৯ সালে শুরু হওয়া এই নির্মাণকাজের কার্যাদেশ শেষ হবে আগামী ১৯ অক্টোবর। এতদিনে প্রায় ৯৫ ভাগ সম্পন্ন হওয়ার কথা ছিল। সেখানে কাজের ৪৫ শতাংশই বাকি। ধারাবাহিকভাবে কাজ করলে আরও ৬ মাস লাগতে পারে বলে জানিয়েছে প্রকৌশল দফতর। এদিকে কাজের ধীরগতির কারণে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকে তলব করেছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ব্যবস্থাপনা পরিচালক লাবু হোসেন ভিসির সঙ্গে সাক্ষাৎ করলে আগামী মার্চ পর্যন্ত সময় বেঁধে দেন ভিসি। তবে ব্যবস্থাপনা পরিচালক এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছেন। এ বিষয়ে রূপালী কন্সট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লাবু হোসেন বলেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত সময় চেয়েছি। করোনার কারণে কাজ করতে দেরি হচ্ছে। আশা করছি এর মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ হয়ে যাবে।’
×