ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ার গাবতলিতে চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা

প্রকাশিত: ১৪:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২১

বগুড়ার গাবতলিতে চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার গাবতলি উপজেলায় ইব্রাহিম (২২) নামে এক চাতাল শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ এঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানায়, সোমবার রাত ২ টার দিকে বগুড়া-গোলাবাড়ি সড়কের পাশ্বের গাবতলি উপজেলার নিশিন্দারা এলাকার একটি ইটভাঁটিতে ছুরি দিয়ে ইব্রাহিমের গলাকাটা হয়। একপর্যায়ে সে বাঁচার জন্য দৌড়ে সড়কের পাশে একটি মুদির দেকানের সামনে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোরে সে মারা যায়। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায়। বগুড়ার শেরপুর উপজেলার একটি চাতালে তিনি কাজ করতেন। সন্ধ্যায় তিনি চাতাল মালিকের মটরসাইকেলে কয়েক জনকে নিয়ে বের হন। রাতে গাবতলির ওই ইটভাটিতে আসার পর সেখানে তার গলায় ছুরি চালান হয়। গাবতলি থানার ওসি জানিয়েছেন, নিহত চাতাল শ্রমিক যে মটর সাইকেলে এসেছিলো, তা উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের মোটিভ জানতে ও হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। পুলিশ আরো জানায়, ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করা যাবে বলে তদন্ত সংশ্লিস্টরা জানিয়েছেন।
×