ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

প্রকাশিত: ২৩:১১, ৩০ জুলাই ২০২১

টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন দেশের মানুষের মধ্যে করোনার টিকা গ্রহণের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে ছুটছেন। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০ দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেয়া হয়েছে। প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই তাদের বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে। এদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১৯ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৩৭৭ জন। মৃত্যু ৪২ লাখ ১০ হাজার ১০২ জন। সুস্থ ১৭ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ২৪৫ জন। খবর বিবিসি, আলজাজিরা ও অন্যান্য ওয়েবসাইটের। মালয়েশিয়ায় বিধিনিষেধ প্রত্যাহারে ক্ষোভ ॥ করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই জরুরী বিধিনিষেধ তুলে নেয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মালয়েশিয়ার সরকার। দেশটিতে এ পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছেন প্রায় ৮ হাজার জন। শিশুদের টিকার অনুমোদন দিল ইসরাইল ॥ ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেয়ার অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। শুধু চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশুরাই এই টিকা পাবে। চীনে ভারতীয় ধরন বাড়ছে ॥ চীনে বাড়ছে করোনার ভারতীয় ডেল্টা সংক্রমণ। সম্প্রতি দেশটির জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরে ডেল্টা ধরন ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃহস্পতিবার দেশটিতে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
×