ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হাটহাজারীতে হেফাজত নেতা গ্রেফতার

প্রকাশিত: ১৪:৩১, ২২ জুলাই ২০২১

হাটহাজারীতে হেফাজত নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে আসাদুল্লাহ ওরফে আসাদ (৩০) নামে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফটিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুল্লাহ আসাদ হাটহাজারী উপজেলার মুন্সির বাড়ির ইউনুস খলিফার পুত্র এবং তিনি পৌর হেফাজতের সাংগঠনিক সম্পাদক। র্যাব জানায়, আসাদ গেল ২৬ মার্চ (স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন) হাটহাজারী সদরে সহিংসতার তিনি অন্যতম হোতা। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং দুটি অন্যান্য ধারায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন সকালে তাকে গ্রেফতার করা হয়।
×