ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে বৃক্ষ রোপণের প্রবণতা বাড়ছে

প্রকাশিত: ১৩:০৩, ১৯ জুন ২০২১

মির্জাপুরে বৃক্ষ রোপণের প্রবণতা বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মির্জাপুরে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ রোপণের ঝোঁক বাড়ছে। মানুষের বৃক্ষ রোপণের এই প্রবণতাকে স্বাগত জানিয়েছেন বৃক্ষপ্রেমিক ও কৃষিবিদগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩টি করে গাছ লাগানোর আহবানে সাড়া দিয়েও ব্যাপক হারে মানুষ গাছ লাগাচ্ছেন বলে জানা গেছে। মির্জাপুর উপজেলাটি ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এরমধ্যে বৃহৎ পাহাড়ী ৩টি ইউনিয়নজুড়ে রয়েছে বিশাল বনভূমি। ইউনিয়ন ৩টি হলো আজগানা বাঁশতৈল ও তরফপুর। বাকি ১১টি ইউনয়ন ও একটি পৌরসভার অবস্থান নিচু সমতল ও ঢালু অঞ্চল। আগে সাধারণত মানুষ রাস্তা ও বাড়ীর সৌন্দর্য বৃদ্ধিতে সখ করে কাঠ ও ফলের গাছ রোপণ করতেন। কিন্তু সাম্প্রতিককালে মানুষ বৃক্ষ রোপণকে সখের মধ্যে না রেখে ভবিষ্যতের সম্পদ হিসেবে বা বণিজ্যিকভাবে রোপণ করতে ঝুকে পড়ছেন। উত্তরবঙ্গের আম চাষ তার উত্তম উদাহরণ। এছাড়া পতিত জায়গায় বা রাস্তার ধারে কাঠ বা ফলের গাছ লাগালে প্রথম দিকে শুধু কিছুদিন পরিচর্যা করতে হয়। এতে কাঠ গাছ ভবিষ্যতের জন্য সম্পদ হয়ে উঠে, অন্যদিকে গাছে আসা ফল পরিবারের চাহিদা পূরণ করছে। তারপর নেই কোন বাড়তি খরচ ও ঝামেলা। সবদিক বিবেচনায় মানুষ বৃক্ষ রোপণে ঝুকে পড়ছে। আজ শনিবার ও গতকাল শুক্রবার মির্জাপুর এবং সোহাগপুর হাটে গাছের চারার বাজারে গিয়ে দেখা গেছে সকল শ্রেণীপেশার লোক গাছের চারা কিনছেন। সবার হাতে দুই চারটি করে গাছের চারা। অনেকে ২০/৫০টি চারা কিনে ভ্যান বা অটোরিকসা করে নিয়ে যাচ্ছেন। মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান বলেন, সাধারণ মানুষ এখন নিজের তাগিদেই বৃক্ষ রোপণ করছে। কারণ বৃক্ষ এখন মানুষের অর্থকরী সম্পদ। বৃক্ষ রোপণের প্রতি মানুষের উদ্বুদ্ধ হওয়াকে স্বাগত জানান বলে তিনি উল্লেখ করেন।
×