ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজার পল্লীবিদুৎ সমিতির লাইলে কাজ করার সময় বিদ্ৎু পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু, আহত ৬

প্রকাশিত: ১৭:৩৯, ১২ জুন ২০২১

মৌলভীবাজার পল্লীবিদুৎ সমিতির লাইলে কাজ করার সময় বিদ্ৎু পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বানেশ্রী (নতুন ব্রিজ) এলাকায় বিদ্ৎু লাইলে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুহেল রানা নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১ টার নতুন ব্রিজ এলাকায় মৌলভীবাজার পল্লীবিদুৎ সমিতির লাইনে বিদ্যুত কর্মিরা কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। মোট ১৪ জন বিদ্যুৎ কর্মি খুঁটিতে বৈদুতিক তার পাল্টানোর কাজ করছিলেন। ৭ জন খুঁটির উপরে ছিলেন ও ৭ জন বৈদুতিক তার টানার কাজে নীচে ছিলেন। এসময় হঠাৎ করে একই খঁটির উপরে বিদ্যুৎ সরবরাহ চালু লাইনে একটি তার পড়ে গেলে নীচে থাকা ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সুহেল রানা নামের এক জনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত গোলাম মূর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত বিদ্যুৎ কর্মির বাড়ি দিনাজপুর জেলায়।
×