ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্যাগের মধ্যে যে আনন্দ আছে, ভোগের মধ্যে তা নেই : হুইপ ইকবালুর রহিম এমপি

প্রকাশিত: ১৯:৪৮, ১২ মে ২০২১

ত্যাগের মধ্যে যে আনন্দ আছে, ভোগের মধ্যে তা নেই : হুইপ ইকবালুর রহিম এমপি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ভোগকে পরিহার করে ত্যাগের মহিমায় নিজের মনকে সৃষ্টি করতে হবে। তাহলেই ইহকাল এবং পরকাল সুখময় হবে। এই শিক্ষা দিয়ে থাকে পবিত্র রমজানুল মোবারক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন ত্যাগ করে নিজের জীবনকে উৎস্বর্গীত করেছেন। তিনি প্রমান করেছেন, ত্যাগে যে আনন্দ রয়েছে, ভোগে তা নেই। তাই লোভ লালসার উর্দ্ধে থেকে মানব সেবায় নিজেকে উৎস্বর্গীত করতে হবে। তিনি বলেন, সবকিছু হারিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবা করছেন। মানবসেবায় নিজের জীবনকে উৎস্বর্গীত করেছেন। বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, সহকারী কমিশনার মুহঃ শাহানুর জামান, দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
×