ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পূর্ব সুন্দরবনের দাসের ভারানীতে ফের অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৩:১৯, ৪ মে ২০২১

পূর্ব সুন্দরবনের দাসের ভারানীতে ফের অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী এলাকায় আবারও অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৮ একর বনভূমি পুড়ে গেছে। বনসংলগ্ন গ্রামবাসী সোমবার সকাল ১০টার দিকেদাসের ভারানী টহল ফাঁড়ির বনে গাছের ওপর থেকে ধোঁয়ার কু-লি দেখে বনরক্ষীদের খবর দেন। পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন আগুন লাগার খবর নিশ্চিত করেন। শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন দেখতে পান। পরে শরণখোলা স্টেশন, দাসের ভারানী, নাংলী, ভোলা টহল ফাঁড়ির বনকর্মীসহ সিপিজি ও স্থানীয় শতাধিক লোক নিয়ে অগ্নিকা- এলাকায় ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন শুকনো পাতার নিচ থেকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পৌঁছেছে। প্রাকৃতিক কারণেই আগুন লেগেছে। সুন্দরবনের মধ্যে শুকনো পাতার স্তূপ রয়েছে। অতিরিক্ত তাপমাত্রায় প্রাকৃতিকভাবে এই আগুন ধরেছে বলে তিনি মনে করেন। তবে, এলাকাবাসী বলছে মৌয়ালদের মধু আহরণের আগুনের মশাল থেকে এই আগুন লেগেছে। ঘটনাস্থল ভোলা নদী থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় কাছাকাছি কোন পানি নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ লাইন স্থাপন করে আগুন নেভাতে চেষ্টা করছে। স্থানীয় সিপিজির টিম লিডার লুৎফর রহমান বলেন, সুন্দরবনে আগুন লাগলে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করি। এর আগেও আমরা ১৫-২০ জন সিপিজি সদস্য সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আজও আমরা আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেছি। আশাকরি খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।
×