ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গী প্রেসক্লাব ভবনে আগুন

প্রকাশিত: ২০:০৫, ৩ মে ২০২১

টঙ্গী প্রেসক্লাব ভবনে আগুন

নিজস্ব সংবাদদাতা টঙ্গী ॥ সোমবার টঙ্গী প্রেসক্লাবে এক অগ্নিকান্ডের ঘটনায় বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সকাল ৯ টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জনকণ্ঠকে জানান, প্রেসক্লাব ভবনের উপর দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারে তারে ঘর্ষণের অগ্নিস্ফুলিঙ্গ দোতলার সিড়ির রুেেমর চালায় পড়লে সিড়ির রুমে আগুন ধরে যায়। আগুন প্রেসক্লাব ভবনের কিছু অংশ গ্রাস করে। এতে এসি এবং সিড়ির রুম পুড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র ইকবাল হোসেন জনকণ্ঠকে জানান, ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি হায়দার সরকার ও সেক্রেটারি কালিম উল্লাহ ইকবাল জনকণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডে টঙ্গী প্রেসক্লাবের টিনের চালা, ৫ টি সিসি ক্যামেরা, দুটি এসি, একটি কম্পিউটার ও একটি টিভিসহ বিভিন্ন সরঞ্জমাদি পুড়ে গেছে।
×