ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫৮ গ্রামপুলিশকে বাইসাইকেল প্রদান

প্রকাশিত: ২২:৩৩, ২২ এপ্রিল ২০২১

৫৮ গ্রামপুলিশকে বাইসাইকেল প্রদান

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ এপ্রিল ॥ আলফাডাঙ্গায় ৫৮ গ্রামপুলিশকে দেয়া হলো বাইসাইকেল। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৮ গ্রামপুলিশ সদস্যের হাতে এ বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। জনগণের দোরগোড়ায় সরকারী সেবাসমূহ পৌঁছে দেয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় আত্মনিয়োগ হওয়ার লক্ষে উপজেলার গ্রামপুলিশ সদস্যদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে বাইসাইকেল ছাড়াও একটি ফুলহাতা শার্ট, একটি হাফহাতা শার্ট, দুটি ফুল প্যান্ট, এক জোড়া কাপড়ের জুতা, দুই জোড়া মোজা ও এক জোড়া চামড়ার জুতা দেয়া হয়। নবজাতকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ এপ্রিল ॥ কালিন্দী ইউনিয়নের পল্লীবিদ্যুত অফিসের সামনের ময়লার স্তূপ থেকে এক নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এলাকাবাসী জানায়, বুধবার সকালে ময়লার স্তূপের মধ্যে একটি বস্তা দেখতে পাই। বস্তার মুখটি ছিল দড়ি দিয়ে বাঁধা। দেখে সন্দেহ হলে পরিচ্ছন্নতাকর্মীরা বস্তার মুখ খুলে ভিতর দুয়েকদিন বয়সের একটি মরা নবজাতক দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম (পিপিএম) বলেন, বুধবার সকালে কালিন্দী এলাকার ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-২এর সামনে থেকে একটি নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
×