ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ই-কমার্সের জায়ান্ট কিউকম.কম

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ এপ্রিল ২০২১

ই-কমার্সের জায়ান্ট কিউকম.কম

নিজস্ব প্রতিনিধি ॥ দেশজুড়ে চলছে ই-কমার্সের সুবাতাস। প্রচলিত ধারার বাণিজ্যের পাশাপাশি জনমানুষের আস্থার নামে পরিণত হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এ রকম একটা পরিস্থিতিতে ২০১৯ সালে শুরু হওয়া প্রতিষ্ঠান কিউকম.কম সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে মানুষের আস্থার নামে পরিণত হয়েছে। ই-কমার্স পেশায় নিয়োজিতদের মতে, ‘কিউকম.কম সাধারণের নজরে এসেছে তাদের ভিন্নধর্মী বাণিজ্যিক কৌশলের পাশাপাশি সমস্যা সমাধানকারী নানা উদ্যোগের কারণে। কিউকম.কম বিশ্বাস করে তরুণদের সঙ্গে যেমন তাল মেলাতে হবে, আস্থা তৈরি করতে হবে সারাদেশে।’ এসব নিয়ে জনকণ্ঠ আইটি ডটকমটিমকে সময় দেন এই ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও ও দেশের জনপ্রিয় প্রযোজক রিপন মিয়া। রিপন মিয়ার ছোটবেলা কেটেছে মানিকগঞ্জে, স্কুল পেরিয়ে টাঙ্গাইল টেক্সটাইল থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন। এমবিএ করে মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি। ৩৫টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হই, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের আদানপ্রদান হয়। তিনি বলেন, মালয়েশিয়ায় আমরা অনেক অবহেলিত বাঙালীরা। লিংকন ইউনিভার্সিটিতে আমি ইলেকশন করি, সেখানে আমি ভিপি হই। এরপর আমাদের কমিউনিটির স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর কাজ করলাম। ২০১৮তে দেশে ফিরে ই-কমার্সের পেছনে কাজ করতে থাকেন। স্বপ্ন নিয়ে দেশে এসে একজনকে দায়িত্ব দিলাম কিউকমের, আমি যেহেতু আইটির কিছু বুঝি না আমাকে সে অনেক হিসাব দেখিয়ে আমাকে ধোঁকা দিয়ে দিল। আমি হতাশ হয়ে ফিরে গেলাম বিদেশে। ওখানে আবার ফিরে আইটি বেইজড বিভিন্ন কোর্স শুরু করলাম। আমি ২০০৭ থেকে মিডিয়ায় জড়াই। মালয়েশিয়াতে শূটিং হওয়া অসংখ্য জনপ্রিয় নাটক পরিচালনা ও প্রযোজনা করেছি আমি। রিপন জানালেন, আমার ই-কমার্সের নেশা কিন্তু রয়েই গিয়েছিল। আমি বর্তমানে ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়াতে ডিজিটাল মার্কেটিংয়েও পড়াশোনা চালাচ্ছি। আবার দেশে ফিরে কিউকম.কমের কাজ শুরু“ করি। কিউকম নামের রহস্য জানতে চাইলে বলেন, ‘কিউ ফর কুরআন। সেটাই আমার Qcoom.com-এর নামের কারণ। আমি সবসময় মানুষের জন্য আমার ব্যবসায় চালাব ঠিক করেই সাইট সাজিয়েছি। আমার আরেকটি প্রতিষ্ঠান ‘Piickme Limited’, যেটা পুরোদস্তুর রাইড শেয়ারিং কোম্পানি। যেখানে নারীরাও রাইড শেয়ার করতে পারবেন। এটার সঙ্গে আমাদের লজিস্টিকস কোম্পানিও এনেছি, নাম ÔPiickme Express’ যেটির মাধ্যমে আমরা আমাদের কিউকম ডটকমের পুরো ডেলিভারি সাপোর্ট দিচ্ছি সারাদেশে। রিপন জানালেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বড় ধরনের সাপোর্ট দিচ্ছি আমরা, আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তিন হাজার উদ্যোক্তার লজিস্টিকস সেবাদান করছি। কিউকম.কমে বর্তমানে দেশের প্রায় সব বড় ব্র্যান্ড তাদের পণ্যের ব্যবসায় পরিচালনা করছেন। দশ হাজার পণ্য বর্তমানে আছে কিউকম প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির স্লোগান ‘উই লাভ টু সার্ভ! কিউকম ডটকম ই-কমার্স মুভারস এ্যাওয়ার্ড জিতেছে এ বছর। অর্জন করেছেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া এ্যাওয়ার্ডে’ বেস্ট প্রমিজিং ই-কমাস’ ক্যাটাগরিতে। রিপনের স্বপ্ন বিশাল। আসছে কিউফুড (Qfood), যেটি সকল সেরা রেস্টুরেন্টকে আনবে জনমানুষের কাছে। অসংখ্য প্রবাসীর অর্ডার পরে কিউকমে, সম্ভব হলে নিজেও ডেলিভারি টিমকে সহযোগিতা করতে নেমে পড়েন কাজে। তিনি তৈরি করবেন কিউ-ফ্লিক্স নামের একটি প্রতিষ্ঠান। আমি ইন্টারন্যাশনাল কন্টেন্ট আনবো সেখানে। জানালেন যে, ব্যাটে বলে মিললে আনবেন কিউ-এডুকেশন যা এখনও প্রস্তাবিত। রিপনের এই সেক্টরে মূল কোম্পানির নাম ‘জেএমআর গ্রুপ।’ আমার ব্যবসায়ের একমাত্র সহযোগী আমার বড় ভাই। আমরা দেশের উপকারে আসতে চাই আমাদের জানাশোনা ক্ষেত্রগুলোর মাধ্যমেই।’
×