ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিরোজপুরে লকডাউনে মানছে না স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব

প্রকাশিত: ১৯:২২, ১৪ এপ্রিল ২০২১

পিরোজপুরে লকডাউনে মানছে না স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ বুধবার পিরোজপুরে লকডাউন সকাল থেকে জেলা প্রশাসণ ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। কাঁচাবাজার, মুদিবাজার, ঔষধ ও খাবারের কিছু দোকান খোলা থাকার কথা থাকলেও অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা অনেক দোকান খোলা রাখে । শুধু পিরোজপুর শহরের দোকানই নয় জেলায় মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, কাউখালি সহ প্রায় সব উপজেলার বাজার গুলোর অবস্থা একই রকম খোলা রয়েছে দোকানপাট মানছে না লকডাউন। লকডাউন মানাতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করলেও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন কোন জোড়ালো পদক্ষেপ। তবে শহরে বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয় এছাড়াও ম্যাজিস্ট্রেট দের নেতৃত্বে মোবাইল কোর্ট দিয়ে অমান্য কারী দের জরিমানা করা হয় । পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলায় লকডাউন চলছে । শুধু মাত্র শহরের বাজারেই কিছুটা অনিয়ম পেছে। আজকের জেলা ব্যবসায়ী সমিতির সাথে আলোচনা করে আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, লকডাউন মেনে চলার জন্য সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। শহরে দুইটি মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে এবং সকল উপজেলায় একটি করে মোবাইল কোর্ট টিম কাজ করে যাচ্ছে।
×