ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সিরিজ জয়

প্রকাশিত: ০০:৪৪, ৮ এপ্রিল ২০২১

পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল। বুধবার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান করে সফরকারীরা। জবাবে ২৯২ রানেই প্রোটিয়ারা অলআউট হয়ে গেলে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও উৎসব করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সফরে জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মিশন শুরু করেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফেরে স্বাগতিক দল। তৃতীয় ম্যাচটি তাই পরিণত হয় অঘোষিত ফাইনালে। সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টেম্বা বাভুমার দল। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ১০৪ বলে ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ফখর জামান। ফর্মে থাকা ফখর জামানের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ছাড়াও বাবর আজমের ৯৪ এবং ইমাম-উল হকের ৫৭ রানের ইনিংস প্রথম থেকেই বড় সংগ্রহের ইঙ্গিত দেয় সফরকারীরা। কিন্তু শেষে হাসান আলীর ১১ বলে ঝড়ো ৩২* রানের সুবাধে ৩২০ রানে গিয়ে থামে পাকিদের ইনিংস। ১০ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফল বোলার কেশব মহারাজ। এছাড়া এইডেন মার্করাম দুটি এবং ১টি করে উইকেট লাভ করেন স্মাটস ও পেহলুকায়য়ো। পাকিস্তানের ছুড়ে দেয়া ৩২১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরে ধীরে এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৯২ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শিবির। এর ফলে ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান জান্নেমন মালান। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন কাইল ভেরিয়ান্নে। এছাড়া এ্যান্ডিলে পেহেলুকায়য়োর ব্যাট থেকে আসে ৫৪ রান। পাকিস্তানের হয়ে সমান ৩টি করে উইকেট লাভ করেন যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ নেওয়াজ। এছাড়া হ্যারিস রউফ ২টি এবং হাসান আলী আর উমর কাদির উভয়েই ১টি করে উইকেট লাভ করেন। ৮২ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলায় ম্যাচ সেরা হন বাবর আজম। আর ব্যাক টু ব্যাক শত রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ফখর জামান।
×