ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নাজিরহাট-কাজিরহাট সড়কের কালভার্টে বিশাল গর্ত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ১০:২৫, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১০:২৭, ৪ জুলাই ২০২৫

নাজিরহাট-কাজিরহাট সড়কের কালভার্টে বিশাল গর্ত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

ছবি: দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট-কাজিরহাট সড়কের টেকের দোকান ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কালভার্টের একটা অংশ ভেঙ্গে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়ক দিয়ে চলাফেরা করা হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কের টেকের দোকান ঈদগাহ সংলগ্ন এলাকায় বৃষ্টিতে পাহাড়ি ঢলে কালভার্টটির পশ্চিম দক্ষিণ পাশের বড় একটি অংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এই কালভার্টটি পার হওয়ার সময় আবুল হোসেন নামের এক ট্রাক চালক বলেন, 'দিনের বেলায় কোন রকম পার হওয়া গেলেও রাতে তো জীবন ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হতে হয়।'

স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী ও জয়নাল আবেদীন বলেন, 'এটি পুরোপুরি ভেঙ্গে গিয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এখনই জরুরি ভিত্তিতে কালভার্টির সংস্কার করা প্রয়োজন। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, 'এটি খুবই জনগুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট। আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো৷ '

ফারুক

আরো পড়ুন  

×