ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সেফ ফুড ইন্ডাস্ট্রিতে অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:২২, ৪ জুলাই ২০২৫

সেফ ফুড ইন্ডাস্ট্রিতে অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান 

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে ৩/৪ টি খাদ্য উৎপাদন অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে আদালত। আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে তিন থেকে চারটি খাদ্যপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না নেয়া ও খাদ্যে মিষ্টি তো ফ্লেভারের তারিখ না থাকাই সেভ ফুট ইন্ডাস্ট্রিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে  চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করছে।

আঁখি

আরো পড়ুন  

×