ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘নিজেদের চরকায় তেল দিন’

প্রকাশিত: ২৩:৫০, ২০ জানুয়ারি ২০২১

‘নিজেদের চরকায় তেল দিন’

রাশিয়ার সরকারবিরোধী নেতা এ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করা নিয়ে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পশ্চিমা দেশগুলো যেন তাদের নিজেদের চরকায় তেল দেয়। রবিবার নাভালনি জার্মানি থেকে মস্কো বিমানবন্দরে পৌঁছার পর রাশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের রিমান্ড দেয়া হয়। সোমবার দেশটির খিমকি পুলিশ স্টেশনে আদালত স্থাপন করে তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। আলজাজিরা। কথিত বিষপ্রয়োগে অসুস্থ হয়ে বার্লিনের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ মাস পর নাভালনি মস্কোয় ফিরে গেলেন। রাশিয়া নাভালনিকে বিষাক্ত গ্যাসপ্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্র সৃষ্টি করার জন্য পশ্চিমা গণমাধ্যম মস্কোর বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছে।
×