ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জেতার আশা মাহমুদুল্লাহর

প্রকাশিত: ০০:৩৭, ১৫ জানুয়ারি ২০২১

সিরিজ জেতার আশা মাহমুদুল্লাহর

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে দুর্বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টেস্ট সিরিজে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করে আর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল। এবার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ক্যারিবীয়রা। তাই এবারও স্বাগতিকদের আশা সফরকারীদের নাস্তানাবুদ করার। তবে দীর্ঘ সাড়ে ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট না খেলা এবং এই লম্বা বিরতিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগটাই কম থাকার কারণে স্বাগতিক দলের প্রস্তুতি অপ্রতুল হয়েছে এমনটাই মনে করছেন সবাই। আবার উইন্ডিজের খর্বশক্তির দল আসলেও ‘পচা শামুকে’ পা কাটার আশঙ্কাও কাজ করছে। কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ দাবি করলেন প্রস্তুতি ভাল হয়েছে এবং ক্রিকেটাররা সবাই এ সিরিজে ভাল খেলতে ইতিবাচক মনোভাবেই আছেন। এছাড়াও তিনি আশা প্রকাশ করেছেন সিরিজ জয়ের। ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল এক সপ্তাহেরও বেশি আগে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রাথমিক দল থেকে ইতোমধ্যেই ইনজুরিতে ছিটকে গেছেন উদীয়মান টপঅর্ডার পারভেজ হোসেন ইমন। ইনজুরিতে পড়ে ডানহাতি পেসার তাসকিন আহমেদও আছেন পর্যবেক্ষণে। দু’দিন অনুশীলন করেই তিনি আর দলের সঙ্গে নেই। অভিজ্ঞ মাহমুদুল্লাহ শুধু ওয়ানডে স্কোয়াডে আছেন, টেস্ট স্কোয়াডে নেই তিনি। দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর বাংলাদেশ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ওয়ানডে দিয়ে। সর্বশেষ ওয়ানডে ক্রিকেটই খেলেছে স্বাগতিকরা। সেই দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিনি নেই, নতুন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য ২০১৯ সালের বিশ্বকাপ শেষে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিনি অধিনায়কত্ব করেছেন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে তামিমের অধীনে হোয়াইটওয়াশ হওয়ার বাজে অভিজ্ঞতা আছে। করোনা মহামারীর বিরতিতে এবার দীর্ঘ সময় পর ওয়ানডে সিরিজ তারই নেতৃত্বে খেলতে নামার আগে তাই অনেক হিসেব-নিকেশ বিবেচনায় আসছে। কিন্তু দলের প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ বলেন, ‘প্রস্তুতি আলহামদুল্লিাহ ভাল হচ্ছে। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে।’ ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ খেলার আগে গত ১০ মাসের মধ্যে মাত্র একটিই ৫০ ওভারের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপে ৩ দল খেলেছে ওয়ানডে সিরিজ। ওয়ানডের প্রস্তুতি বলতে সেটিই। সর্বশেষ নবেম্বর-ডিসেম্বরে খেলেছে বঙ্গবন্ধু টি২০ কাপ। তবুও প্রস্তুতি ভাল দাবি করে মাহমুদুল্লাহর প্রত্যয় সিরিজ জয়ের। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমরা ইনশাআল্লাহ বেশ ভাল কিছু ক্রিকেট উপহার দেব। আমি আশাকরি আমরা সিরিজ জিতব ইনশাআল্লাহ।’
×