ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণতন্ত্রের পক্ষে জাপার সাদা পতাকা মিছিল

প্রকাশিত: ২৩:০২, ৩১ ডিসেম্বর ২০২০

গণতন্ত্রের পক্ষে জাপার সাদা পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে মহাজোট সরকার। বিএনপি তথা বাম জোটের পক্ষ থেকে এ দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পৃথক পৃথকভাবে পালন করা হলেও বিরোধী দল জাতীয় পার্টি দিবসটি উপলক্ষে গণতন্ত্রের পক্ষে সাদা পতাকা হাতে শান্তি মিছিল করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্রের পক্ষে সাদা পতাকা হাতে শান্তি মিছিলের আয়োজন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা । বুধবার দুপুরে তার নিজ নিবাচর্নী এলাকা রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা থেকে মিছিলটি শুরু হয়ে দোলাইরপাড় চৌরাস্তায় এসে শেষ হয়। বাবলার ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত শান্তি মিছিলে স্থানীয় জাতীয় পার্টির কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন।
×