স্টাফ রিপোর্টার ॥ ফের ঢাকায় চালু করা হচ্ছে কাতারের ভিসা সেন্টার। আগামীকাল বুধবার থেকে তেল সমৃদ্ধ দেশ কাতারের ঢাকা ভিসা সেন্টার ফের চালু হচ্ছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে কাতার বিদেশে তাদের ভিসা সেন্টারগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যার আওতায় আগামী ৩০ ডিসেম্বর থেকে ঢাকার ভিসা সেন্টার চালু করা হবে। তবে এখন থেকেই ভিসার জন্য এ্যাপয়েনমেন্ট নেয়া যাবে। কাতার এরই মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল এবং ফিলিপিন্সে ভিসা সেন্টার ফের চালু করেছে।