ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিতর্কিত আইন

বিক্ষোভে উত্তাল প্যারিস

প্রকাশিত: ২১:২৬, ১৪ ডিসেম্বর ২০২০

বিক্ষোভে উত্তাল প্যারিস

ফের উত্তাল প্যারিসের রাজপথ। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে গত কয়েক সপ্তাহের মতো শনিবার এ বিক্ষোভ হয়। এতে অংশ নেন হাজার হাজার ফরাসী। যে কোন বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে থাকে। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী আহতও হন। আটক করা হয় অনেক বিক্ষোভকারীকে। জবাবে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলেছেন, ‘সরকার এ আইনটি বাস্তবায়ন করতে চায়, আমরা তা চাই না। এটা গণতান্ত্রিক স্বাধীনতার জন্য হুমকি। এ আইন পুলিশের ক্ষমতা আরও বাড়াবে।’ আরেকজন বলেছেন, ‘আমরা এই পদ্ধতিগত পুলিশী সহিংসতার নিন্দা জানাচ্ছি। এ আইন পুলিশী নিপীড়ন বাড়িয়ে দেবে।
×