ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গাজীপুর সিটি দু’বছরে আধুনিক শহরে পরিণত হবে’

প্রকাশিত: ০১:০৭, ৩ ডিসেম্বর ২০২০

‘গাজীপুর সিটি দু’বছরে আধুনিক শহরে পরিণত হবে’

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২ ডিসেম্বর ॥ তুরস্ক সফররত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সে দেশের ইস্তানবুল সিটি কর্পোরেশনের মেয়র ওমর এরিসয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে দুদেশের সিটি কর্পোরেশনের উন্নয়নে মতবিনিময় করেছেন। বুধবার ইস্তানবুল সিটি কর্পোরেশন কার্যালয়ে দুই মেয়রের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহর করার পরিকল্পনার কথা উল্লেখ করে মেয়র জাহাঙ্গীর ইস্তানবুল মেয়রকে বলেন, রাজধানীর কাছের অঞ্চল গাজীপুর সিটির রাস্তা-ঘাট ও এর অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আগামী দু’বছরের মধ্যে গাজীপুর সিটি বিশ্বের একটি অন্যতম আধুনিক শহরে পরিণত হবে। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সে দেশের সরকারের ইস্তানবুল সিটির রাজনৈতিক দল শাখার সভাপতি সেলামী দেলিবালজা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে ইস্তানবুল সিটির ক্রেস্ট উপহার দিয়ে মেয়র জাহাঙ্গীরকে স্বাগত জানান মেয়র ওমর এরিসয়।
×