ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির ফাঁসির আদেশ

প্রকাশিত: ২২:৩৯, ২ ডিসেম্বর ২০২০

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির ফাঁসির আদেশ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ ডিসেম্বর ॥ রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি রিয়াদ প্রধানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানার টাকা নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ধলি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান ডিজিটাল পদ্ধতিতে এই রায় দেন। বিচারক ৪৬ পাতার রায় পড়ার সময় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এ সময় আদালতে আগত বিচারপ্রার্থীরাসহ সাধারণ মানুষ প্রজেক্টরের সামনে ভিড় করেন। আদালত সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোজাম্মেল হকের শিশুকন্যা ও দুরামিঠিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তানজিলা খাতুন চুমকিকে ২০১৬ সালের ১৪ জুন বিকেলে আসামি রিয়াদ প্রধান আম খাওয়ানোর কথা বলে তার ঘরের ভেতর ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। এরপর রিয়াদ তানজিলার লাশ সিমেন্টের বস্তায় ভরে মামলার অপর আসামি ধলি বেগমের সহায়তায় তার শয়ন কক্ষের মেঝের নিচে পুঁতে রাখে। এরপর নিহত তানজিলার পিতা শাহাজান আলী বাদী হয়ে ২০১৬ সালের ১৭ জুন আসামি রিয়াদ প্রধান ও ধলি বেগমকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ ওই দিন বিকেলে রিয়াদের শয়ন কক্ষের মেঝে খুঁড়ে তানজিলার লাশ উদ্ধার করে। সে সময়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক নজির হোসেন মামলাটি তদন্ত শেষে ১৯ জনকে সাক্ষী করে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রিয়াদ প্রধানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রিয়াদ প্রধানকে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা জরিমানা করে। জরিমানার টাকা নিহত তানজিলার পরিবারকে দেয়ার নির্দেশ প্রদান করে। সেই সঙ্গে এই মামলার অপর আসামি ধলি বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়। রাষ্ট্রপক্ষের সরকারী আইন কর্মকর্তা তাজিবুর রহমান লাইজু জানান, আমরা ন্যায়বিচার পেয়েছি। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী মাহাফুজুল ইসলাম জানান, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে আপীল করব।
×