ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিলামে গান্ধীর ঘড়ি

প্রকাশিত: ২০:০৩, ২৩ নভেম্বর ২০২০

নিলামে গান্ধীর ঘড়ি

যুক্তরাষ্ট্রের ইস্ট ব্রিস্টল অকশন নামের নিলাম ঘরে মহাত্মা গান্ধীর একটি পুরনো ভাঙ্গা ঘড়ি ১২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এটি ছিল রূপা দিয়ে মোড়ানো একটি সুইচ ঘড়ি। ১৯৪৪ সালে গান্ধী এই ঘড়িটি নিলামকারী এ্যান্ড্রু স্টো’র দাদাকে ‘ধন্যবাদ স্বরূপ’ উপহার দিয়েছিলেন। স্টো জানায়, ঘড়ির ক্রেতা যুক্তরাষ্ট্রের একজন সৌখিনদ্রব্য সংগ্রহকারী ছিলেন। চলতি বছর আগস্টে মহাত্মা গান্ধীর চশমা নিলামে উঠেছিল, সেটি দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়। -বিবিসি
×