ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাধ্যমিকের প্রস্তুতি

প্রকাশিত: ০১:২০, ২২ নভেম্বর ২০২০

মাধ্যমিকের প্রস্তুতি

মাস্টার ট্রেইনার প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম প্রশ্ন : ডেটা বা উপাত্ত কী? উত্তর : সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়- তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। প্রশ্ন : তথ্য কী ? উত্তর : তথ্য হলো কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায়- ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। তথ্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তু স¤পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। প্রশ্ন : তথ্য প্রযুক্তি (Information Technology) কাকে বলে? উত্তর : কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে বা সংক্ষেপে এই প্রযুক্তিকে ওঞ বলা হয়। প্রশ্ন : যোগাযোগ প্রযুক্তি (Communication Technology) কাকে বলে? উত্তর : যে প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্য এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে যোগাযোগ প্রযুক্তি বলে। অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যেমন : টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। প্রশ্ন : ওঈঞ কী? উত্তর : ওঈঞ-এর পূর্ণরূপ হলো Information & CommunicationTechnology। যে ঞবপযহড়ষড়মু প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় এবং তথ্য এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। প্রশ্ন : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কী? উত্তর : বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরকে সেবা প্রদান করে থাকে । প্রশ্ন : ইন্টারনেট কী? উত্তর : ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কেও সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অর্থাৎ একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে নেটওয়ার্ক বলে। আর একটি নেটওয়ার্কের সঙ্গে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগ হয়ে বিশ্বব্যাপী বিস্তৃত যোগাযোগকে ইন্টারনেট বলে। ইন্টারনেট এর আবিষ্কারক ভিনটন জি কার্ফ (Vinton G.Cerf) । প্রশ্ন : ই-মেইল কী? উত্তর : ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। অর্থাৎ ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।এটি একটি উন্নত ও দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এটি এমন এক নেটওয়ার্ক ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প ব্যয়ে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোন প্রান্তে সংবাদ আদান- প্রদান করা যায়। কয়েকটি ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান হলো : মসধরষ, ুahoo, hotmail, outlook, yoho, yandex, proton, icloud, ইত্যাদি। ই-মেইল এর আবিষ্কার করে টমলিনসন (Ray Tomlinson)। প্রশ্ন : ভিডিও কনফারেন্সিং কী? উত্তর : বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তিবর্গ কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং। স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়।
×