ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে শিশু চুরি, ২দিন পর উদ্ধার ভাড়াটিয়া দম্পতি গ্রেফতার

প্রকাশিত: ২০:২৯, ২৯ অক্টোবর ২০২০

শ্রীপুরে শিশু চুরি, ২দিন পর উদ্ধার ভাড়াটিয়া দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুর থেকে এক ভাড়াটিয়ার পাঁচ মাসের শিশুকণ্যাকে চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার ২দিন পর শিশুটিকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সাঙ্গে জড়িত অপর ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের হৃদয় মাহমুদের স্ত্রী মিতু ওরফে সোনালী (২৩) এবং তার স্বামী পাশের মির্জাপুর উপজেলার শশধরপটি গ্রামের বাদল মিয়ার ছেলে হৃদয় মাহমুদ (৩১)। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আমিনুল ইসলাম জানান, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা দিঘীরপার গ্রামের হাসান মিয়া তার স্ত্রী লাইজু বেগম ও দুই মেয়েকে নিয়ে শ্রীপুর উপজেলার ধনুয়া (বড়চালা) গ্রামের আব্দুল আজিত মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আর এ কে সিরামিক কারখানায় চাকুরি করে। তাদের প্রতিবেশী ভাড়াটিয়া সোনালী আক্তার প্রায়ই হাসান মিয়ার শিশু কন্যা রিভা মনিকে আদর করে কোলে নিয়ে ঘুরে বেড়াত। গত মঙ্গলবার দুপুরে লাইজু বেগম তার শিশু কণ্যা রিভা মনিকে সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যায়। গোসল শেষে ঘরে ফিরে তার মেয়ে ও সোনালী আক্তারকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়।এক পর্যায়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মিরদেওহাটা গ্রামের (সালামের বাড়ি) থেকে বৃস্পতিবার দুপুর দেড়টায় শিশুকে উদ্ধার করে। এসময় পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
×