ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৪২৯ কোটি টাকার ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ২৩:০৭, ২৯ অক্টোবর ২০২০

৪২৯ কোটি টাকার ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পসহ ৪২৯ কোটি টাকার চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের দুটি এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা রয়েছে। অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪২৮ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ২১২ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৭৬ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ২৮৫ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণের পরিমাণ ২৫২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯২৭ টাকা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল প্রস্তাবগুলোর বিভিন্ন দিক নিয়ে বলেন, ঢাকা ওয়াসার অধীন ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট’ প্রকল্পটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জার্মানির লুডুইউং প্রিফিয়ার হুচন্ড টাইফবু জিএমবিএইচকে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৪ কোটি ৯ লাখ ৪ হাজার ৪১৯ টাকা। প্যাকেজের আওতায় মড জোন-৭ এলাকায় মোট ১৬৩.৯৫ কি.মি. পানির লাইন পুনর্বাসন করে সাতটি ডিস্ট্রিক্ট মেট্রান্ড এরিয়া (ডিএমএ) কমিশনিংসহ এক বছর পর্যন্ত নেটওয়ার্ক অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কাজ করবে। তিনি জানান, এলজিইডির আওতাধীন রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের সহযোগী পরামর্শক হিসেবে চারটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে ডেভেলপমেন্ট ডিজাইনিং কনসালটেন্টস লিমিটেড বাংলাদেশ। জার্মানির জিআইটিইসি-আইজিআইপি জিএমবিএইচ, দেব কনসালটেন্টস লিমিটেড এবং রিসোর্স প্ল্যানিং এ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড বাংলাদেশকে নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৫০৮ টাকা। বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো- ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) (২য় সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ৫০ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৩৩০ টাকা। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের (ইনার ও আউটার চ্যানেলে) জরুরী রক্ষণাবেক্ষণ ড্রেজিং’ প্রকল্পটি পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ধারা ৬৮(১) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর বিধি ৭৬(২) মোতাবেক রাষ্ট্রীয় জরুরী প্রয়োজনে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
×