ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনিবকে ছাড়িয়ে নিল কুকুর

প্রকাশিত: ২২:৫৬, ২৯ অক্টোবর ২০২০

মনিবকে ছাড়িয়ে নিল কুকুর

ক্যারিবিয়ান অঞ্চলের ডমিনিকান রিপাবলিকের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার পোষা কুকুর ছাড়িয়ে নিয়ে যাচ্ছে থানা থেকে। ইউটিউবে ১১ অক্টোবর ‘রিপোর্টে ০৫৬’ নামে এক চ্যানেলে ভিডিওটি আপলোড হয়েছে। এক মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকার নেমে এসেছে, রাস্তায় আলো জ্বলছে, এমন অবস্থায় একটি কুকুর রাস্তা থেকে থানায় ঢুকে যাচ্ছে। থানার দারোয়ানকে দেখে প্রথমে সে একটু থমকে দাঁড়ায়। পরে সুযোগ বুঝে থানায় ঢুকে পড়ে। কুকুরটির পেছনে পেছনেই থানায় প্রবেশ করে ক্যামেরা। ভেতরে তখন এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছেন পুলিশ কর্মীরা। তিনি করোনার কারণে জারি হওয়া বিধি নিষেধ ভেঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন। সেই অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তি পুলিশকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু পুলিশ তার কথায় খুব একটা সন্তুষ্ট হচ্ছিলেন না। এমন অবস্থায় সেখানে উপস্থিত হয় কুকুরটি। এবার সে লেজ নাড়তে নাড়তে তার মনিবের চারপাশে ঘুরতে থাকে। হাতকড়া পরা অবস্থাতেই কুকুরটিকে আদর করতে শুরু করেন ওই ব্যক্তি। একটা সময় থানার পুলিশ কুকুরের প্রতি সহায় হয়ে তার মনিবকে ছেড়ে দেয়। একইসঙ্গে তারা বিধিনিষেধ মানার জন্য আটক ব্যক্তিকে সতর্ক করে দেন। মনিবকে নিয়ে কুকুরটি বিজয়ীর বেশে থানা থেকে বেরিয়ে যায়। -রিপাবলিক ওয়ার্ল্ড
×