ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠেও জয় পেল না জুভেন্টাস

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ অক্টোবর ২০২০

ঘরের মাঠেও জয় পেল না জুভেন্টাস

অনলাইন ডেস্ক ॥ মাঝে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। এর আগে ও পরের ম্যাচের ভেন্যু বদল হলেও, পরিবর্তন হয়নি ম্যাচের ফলাফলে। দুই ম্যাচেই ১-১ গোলে ড্র করেছে ওল্ড লেডিরা। গত রবিবার (১৮ অক্টোবর) ক্রতোনের মাঠে খেলতে গিয়ে ১-১ গোলে ড্র নিয়ে ঘরে ফিরেছিল জুভেন্টাস। মাঝে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি জিতলেও, পরের রোববারের ম্যাচে আবার ১-১ গোলে ড্র করেছে তারা। তাও কি না নিজেদের ঘরের মাঠে। এক সপ্তাহের ব্যবধানে ভিন্ন দুই মাঠে খেলা দুইটি ম্যাচেই জয়বঞ্চিত থাকল ইতালিয়ান সিরি 'আ'র টানা নয়বারের চ্যাম্পিয়নরা। সবশেষ জুভেন্টাসকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছে তুলনামূলক দুর্বল দল ভেরোনা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে নেই সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে নিজেদের পরিকল্পনা ও ফরমেশনেও খানিক বদল আনতে বাধ্য হন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। যা খুব একটা কাজে দেয়নি। ঘরের মাঠে খেলতে নামলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি জুভেন্টাস। তবে প্রতিপক্ষ ভেরোনার রক্ষণে ভয় ঢোকানোর কাজটা ভালোভাবেই করেছেন পাওলো দিবালা, আলভারো মোরাতারা। শুধু পাননি গোলের দেখা। উল্টো দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটের সময় অতিথিদের এগিয়ে দেন ভেরোনায় লোনে খেলতে আসা আন্দ্রে ফাভিল্লি। এর আগে প্রথমার্ধেও একবার জালের ঠিকানা খুঁজে নিয়েছিল ভেরোনা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। ম্যাচের ৭৬ মিনিটে দিবালার শট ফেরে ক্রসবারে লেগে। এর এক মিনিট পরেই সমতা ফেরান ডেজান কুলসেভস্কি। মোরাতার পাস থেকে গোলটি করেন বদলি হিসেবে নামা এ তরুণ মিডফিল্ডার। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে পাঁচ ম্যাচ শেষে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা এসি মিলানের সংগ্রহ ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট।
×