ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত: ১৫:৩৬, ২৩ অক্টোবর ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। এজন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ঝড়ো বাতাসের সঙ্গে কখনো মূশলধারে কখনো গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সকল নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কাঁঠালবাড়ি লঞ্চঘাট পরিদর্শক। এছাড়া নাব্য সংকটের কারণে এই নৌপথে ১০দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে শুক্রবার ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখার নির্দেশ দেন কর্তৃপক্ষ। আগে থেকে ফেরি চলাচল বন্ধ এবং শুক্রবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় বহু যাত্রী পারাপার করতে না পেরে উভয় ঘাটে আটকে পড়েছে। অনেকে পার হতে না পেরে নিজ নিজ স্থানে ফিরে যাচ্ছেন। মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে স্পিডবোট ও লঞ্চ। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন নৌযান বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।’
×