ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১৫:৩৫, ২২ অক্টোবর ২০২০

পীরগঞ্জে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৫ শতাধিক নর-নারী পীরগঞ্জ শহরে ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। ভোমরাদহ ইউনিয়নের সরকারি খাস জমি ও কাপনিহার পুকুর পাড়ে প্রায় ১০০ বছর যাবত মুসলমানদের কবরস্থান ও পার্শ্বে হিন্দুদের শ্মশান ঘাট রয়েছে। এলাকার কতিপয় প্রভাবশালী ও ভূমি দস্যু উক্ত সরকারি জায়গা জোর পূর্বক দখল করে আম বাগান করেছে। ফলে মুসলমানদের মৃত্যুর পর উক্ত স্থানে কবর দিতে ও মৃত হিন্দু ব্যক্তির শেষ কৃত ও লাশ দাফন করতে পারছে না বলে মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন। এলাকায় ধর্মপ্রাণ মুসল্লি ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ভূমি দস্যুদের সাথে সম্পর্কের চরম অবনতি দেখা দিয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘাত, দাঙ্গা-হাঙ্গামা সহ আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন। এলাকার সর্বস্থরের জনগণ জরুরী ভিত্তিতে ভূমি দস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন কে জোর দাবী জানিয়েছেন।
×