ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহের নির্দেশ

প্রকাশিত: ২১:২৫, ১৯ অক্টোবর ২০২০

জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ জীবনরক্ষাকারী যেসব ওষুধের বাজারে পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ নেই সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদফতরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের ক্ষেত্রে বিভিন্ন অংশে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগ। এদিকে চেক সংক্রান্ত মামলার শুনানি শুধু যুগ্ম দায়রা জজ আদালতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে সব অধস্তন আদালতকে নির্দেশনা দিতে বলা হয়েছে। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। জীবনরক্ষাকারী যেসব ওষুধের বাজারে পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ নেই সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট পারভিন আক্তার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে গত জানুয়ারিতে এ বিষয়ে একটি রিট করা হয়। সুপ্রীমকোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম বাদী হয়ে এ রিট করেন। হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপীল বিভাগ ॥ বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের ক্ষেত্রে বিভিন্ন অংশে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগ। এ সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। চেকের মামলার শুনানি হবে যুগ্ম দায়রা জজ আদালতে ॥ চেক সংক্রান্ত মামলার শুনানি শুধু যুগ্ম দায়রা জজ আদালতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে সব অধস্তন আদালতকে নির্দেশনা দিতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্দেশনা জারি করতে হবে।
×