ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমদানিকৃত গাড়ি সংরক্ষণ ও ছাড়করণে জটিলতা নিয়ে বৈঠক

প্রকাশিত: ২০:৩৪, ১৯ অক্টোবর ২০২০

আমদানিকৃত গাড়ি সংরক্ষণ ও ছাড়করণে জটিলতা নিয়ে বৈঠক

মংলা, নিজস্ব সংবাদদাতা ॥ মংলাবন্দর দিয়ে আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি বন্দরে সংরক্ষণ ও বন্দর থেকে ছাড়করণ প্রক্রিয়ায় চলমান নানা জটিলতার বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের সংগঠন বারভিডার নেতৃবৃন্দরা। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সঙ্গে এ বৈঠক করেন তারা। বৈঠকে বারভিডার সভাপতি হক’স বে অটোমোবাইলসের মালিক আব্দুল হক তাদের সুবিধা-সুবিধাসহ কিছু দাবি উত্থাপিত করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বন্দর এলাকায় বারভিডার নিজস্ব অফিস ও রেস্টহাউসের জন্য জায়গা বরাদ্দ, করোনাকালীন দুর্যোগের কারণে তিন মাসের গাড়ি ভাড়া মওকুফ, গাড়ি ভাড়ার চার্জ কমানো, গাড়ি যন্ত্রাংশ চুরি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তাদের বন্দর জেটিতে প্রবেশের ক্ষেত্রে কার্ড প্রদান। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক তাই কিছু কিছু তাৎক্ষণিক মেনে নেয়া হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে। বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, করোনা মহামারীর মধ্যেও আমরা বন্দরকে এবং সরকারকে অনেক রাজস্ব দেয়ার চেষ্টা করেছি। বন্দরে আমাদের জন্য যে সমস্যাগুলো ছিল তা নিয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে এবং আমরা আনন্দিত আমাদের সব কথা মনোযোগ সহকারে চেয়ারম্যানসহ তার কমিটির সকলে শুনেছেন এবং তাৎক্ষণিক সমাধানের অঙ্গীকার করেছেন ও সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন। যেহেতু গাড়িই একমাত্র প্রধান এখানকার রাজস্ব। আমাদের আরও কিছু টুকটাক সমস্যা ছিল যেমন চুরিধারী হতো, চুরি বন্ধের ব্যাপারে যৌথভাবে আমাদের লোকও আগামীতে এখানে গাড়ি জাহাজ থেকে নামানো থেকে শুরু করে খালাস পর্যন্ত সকল প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকবে। এছাড়া গাড়ি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ কার ইয়ার্ডও সম্প্রসারণের কথা জানিয়েছেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তা এবং বারভিডার সভাপতিসহ অন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর বারভিডার নেতৃবৃন্দরা মংলা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গেও নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন।
×