ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালাইয়ের কাজ বাকি পদ্মা সেতুর শেষ স্প্যানে

প্রকাশিত: ০০:২৩, ১৮ অক্টোবর ২০২০

ঝালাইয়ের কাজ বাকি পদ্মা সেতুর শেষ স্প্যানে

জনকণ্ঠ ডেস্ক ॥ পদ্মা সেতুর সর্বশেষ ‘টু-এফ’ নামে স্প্যানের টুকরোগুলো জোড়া দেয়ার ঝালাই কাজ সম্পন্ন হয়েছে। এখন আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। রঙের কাজ শেষ হয়ে পুরোপুরি সম্পন্ন হতে সময় লাগবে আরও দুই সপ্তাহের বেশি। খবর বাংলানিউজের। এই স্প্যানটির কাজ শেষ হলে পদ্মা সেতুতে স্প্যান প্রস্তুতের কাজও শেষ হবে। রং ও ঝালাইয়ের কাজ শেষে সবশেষ এ স্প্যানটি ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসানো হবে। সেতুতে ৪২টি পিয়ারের ওপর বসবে ৪১ স্প্যান। এরই মধ্যে ৩২টি স্প্যান বসে গেছে। বাকি আছে ৯টি স্প্যান। এসব স্প্যানের সবই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডে আছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে পদ্মা সেতুর প্রকৌশল সূত্র। পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই সেতুতে তিনটি স্প্যান বসানোর কথা রয়েছে। এর মধ্যে ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর বসবে আগামীকাল ২০ অক্টোবর সেতুর ৩৩তম স্প্যান। ২৫ অক্টোবর ৩৪তম স্প্যান এবং ৩৫তম স্প্যান ৩০ অক্টোবর বসানোর পরিকল্পনা রয়েছে। বাকি স্প্যানগুলো ডিসেম্বর মাসের মধ্যে বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা। এদিকে, ৪১টি স্প্যানের ওপর ২ হাজার ৯১৭টি রোড স্ল্যাব বসানো হবে। এ পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার রোড স্ল্যাব। এছাড়া রেললাইনের জন্য লাগবে ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাব। এ পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৬০০ রেলওয়ে স্ল্যাব।
×