ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে আক্রান্তদের অধিকাংশই এখন সুস্থ

প্রকাশিত: ২৩:০১, ১৮ অক্টোবর ২০২০

ভারতে আক্রান্তদের অধিকাংশই এখন সুস্থ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার শুক্রবার জানিয়েছে, নির্বাচনের আগে বাজারে আসছে না তাদের টিকা। আর মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। এছাড়া ভারতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এখন সুস্থ। শনিবার পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ ৮ হাজার ৬৮৮ জন। মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ২২১ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯২২ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৮৮ লাখ ৫৯ হাজার ৬৯৭ জন। যাদের মধ্যে ৭১ হাজার ৬২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার লাখ ১৩ হাজার ১২১ জন, যা একদিনে সংক্রমণের দিক থেকে বিশ্বরেকর্ড। প্রতিদিনই বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে মারা গেছেন ছয় হাজার ১৮৯ জন। খবর বিবিসি, সিএএন, আলজাজিরা, রয়টার্স, এএফপি ও ওয়ার্ল্ডোমিটারের। ফাইজার জানিয়েছে, তাদের হাতে টিকার নিরাপত্তা তথ্য এসে গেছে। এখন তারা অনুমোদনের জন্য আবেদন করবে। তবে সব প্রক্রিয়া সম্পন্ন করতে নবেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। সেই হিসেবে ৩ নবেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই টিকা বাজারে আসার কোন সুযোগ নেই। কোভিড-১৯ রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। আগামী নবেম্বরেই তারা টিকা অনুমোদন পেতে আবেদন করবে। মালয়েশিয়ায় সংক্রমণের রেকর্ড ॥ মহামারী করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার নতুন করে ৮৬৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে, যা দেশটিতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। ভারতে অধিকাংশই এখন সুস্থ ॥ বিশ্বে করোনা সংক্রমণে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। গত কয়েক মাসে ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গেছে। তবে আশার কথা হচ্ছে দেশটিতে সংক্রমণের অধিকাংশই এখন সুস্থ। বর্তমানে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ পেরিয়ে গেছে।
×