ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সভায় চরম বিশৃঙ্খলা

প্রকাশিত: ১৬:০১, ১৬ অক্টোবর ২০২০

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সভায় চরম বিশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দলীয় শ্লোগান না দিয়ে এক নেতার নাম উচ্চারন করে শ্লোগান দিতে থাকলে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে অতিথির আসন ছেড়ে তারা নিচে নেমে স্থানীয় নেতাদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সভাস্থল থেকে সরিয়ে দিয়ে মতবিনিময় সভা শুরু করা হয়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ে। সভা সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক কর্মকান্ড গতিশীল ও বেগবান করতে বরিশাল মহানগরসহ বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগীয় প্রধান ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আজহারুল হক মুকুল। সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিভাগের ছয় জেলার সুপার পাঁচ সদস্যরা নিজ নিজ জেলা থেকে এসে অংশগ্রহন করেন। সভা শুরুর পরপরই মহানগর সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম সমির ও মহানগর সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যলয়ের সামনে এসে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের পক্ষে শ্লোগান দিতে থাকে। এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে পুরো সভা পন্ড হওয়ার উপক্রম হয়।
×