ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলিশ শিকার ॥ বরিশালে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ অক্টোবর ২০২০

ইলিশ শিকার ॥ বরিশালে ১১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় প্রশাসনের কর্মকর্তারা জেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জনের কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি একটি ইঞ্জিন চালিত নৌকা ও ৯৪ হাজার পাঁচশ মিটার জাল জব্দ করেছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে ছয়টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চারটি মামলা দায়ের করেছে। যাদের কাছ থেকে পৃথকভাবে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইলিশ আহরণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের পরিচালিত মোবাইল কোর্টে নদী থেকে ৫শ’ মিটার জালসহ ফারুক বেপারী (৫৫) নামের এক জেলেকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়ের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ দুই হাজার মিটার জাল জব্দ, একজনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা ও এক হাজার মিটার জাল জব্দ করেছে। এছাড়া হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইদিন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার কারেন্ট জাল জব্দ করা হয়। পৃথক অভিযানে জব্দকৃত মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে কোস্টগার্ড, থানা এবং নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
×