ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রং মিস্ত্রির এসিডে ঝলসে গেছে কিশোরীর শরীর

প্রকাশিত: ০০:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

রং মিস্ত্রির এসিডে ঝলসে গেছে কিশোরীর শরীর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় হারুন নামে এক রং মিস্ত্রির দেয়া এসিডে ঝলসে গেছে ১৩ বছরের এক কিশোরীর শরীর। ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমের টানাপোড়েনের জেরে তাকে এসিড নিক্ষেপ করে হারুন নামের এক যুবক। হারুন এসিড নিক্ষেপের বিষয়টি স্বীকার করে রবিবার জেলা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। কুমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডাঃ মির্জা তাইয়্যেবুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন অংশে এসিড পড়েছে। ঝলসে গেছে ৪৫ থেকে ৫০ ভাগ। গভীর ক্ষতও রয়েছে। এই ধরনের রোগী কুমিল্লায় রাখা হয় না। কারণ সে ধরনের সাপোর্ট এখানে নেই। তবে তার বয়স কম হওয়ায় সে সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করছি। ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় হারুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর রবিবার আদালতে প্রেরণ করা হলে সে (হারুন) মনির সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে এসিড ছুড়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
×