ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা-এ বছর হচ্ছে না জাতীয় সামার এ্যাথলেটিক্স

প্রকাশিত: ১৯:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২০

করোনা-এ বছর হচ্ছে না জাতীয় সামার এ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক এ্যাথলেটিক্স খেলার উপযোগী নয়। তার ওপর চলছে করোনার আগ্রাসন। সব মিলিয়ে তাই এ বছর আর অনু্িঠত হচ্ছে না জাতীয় সামার এ্যাথলেটিক্স। শনিবার বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে সামার এ্যাথলেটিক্স না হলেও জুনিয়র চ্যাম্পিয়নশিপ হবে নবেম্বরে। দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ও ২১ নবেম্বর। সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেমন : তৃণমূল পর্যায় থেকে এ্যাথলেট তৈরি করতে সারাদেশে প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু (নবেম্বর থেকে), বাছাইকৃতদের নিয়ে দীর্ঘমেয়াদে আবাসিক প্রশিক্ষণ দান, জাতীয় এ্যাথলেটিক্স আগামী বছরের ১৫-১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজন (দুটি প্রতিযোগিতাই হবে বনানীর আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে)।
×